বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ই-পেপার

নাটোর সদর হাসপাতাল থেকে একদিনের কন্যা শিশু চুরি

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য জন্ম নেওয়া একদিনের কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।
শিশুর চাচা মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম নেয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুকে দেখভাল করেন। পরের দিন শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে অন্য সবাই বাড়িতে যায়। দুপুর ১১ টার দিকে একজন মাস্ক পরা নারী এসে শিশুটি কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানায় উঠে বসাতে বলে। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান ওই মাস্ক পরা নারী। এসময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মূল গেট দিয়ে ওই নারী শিশুটিকে নিয়ে একটি অটোরিকশাযোগে দ্রুত চলে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর