বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় প্রাইম ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন জেল থেকে বেরিয়ে ভোমরা সীমান্তে আবারও বেপরোয়া শামীম, বিজিবি সদস্যকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ‎৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত  অভয়নগরে কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লীর কারণে ভয়ংকর হুমকির মুখে পরিবেশ, প্রশ্নবৃদ্ধ প্রশাসন বীরগঞ্জে ভর্তি কাজে রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রম ভাঙ্গুড়ায় বিএনপি নেতা মোতালেব হোসেনের সংবাদ সম্মেলন জনগণের পরিবর্তন চাই, আপনাদের জন্য কাজ করে শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই- কেএম আনোয়ারুল ইসলাম

ভাঙ্গুড়া সরকারি কলেজের সভাপতিকে বাদ দিয়ে অনার্স ওরিযেন্টেশন অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ

সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজে অনার্স প্রথম বর্ষের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ)নবীন শিক্ষার্থীদের জাকজমকপুর্ণ ওরিযেন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কার্যক্রম থেকে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরকারের প্রতিনিধি হিসাবে কলেজের যাবতীয় কার্যক্রমে ইউএনও’কে অবহিত করা ও তার অনুমতি নেওয়া বাধ্যতামুলক হলেও এবার তার ব্যতিক্রম করা হয়েছে। জানা যায়, পুর্বের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম(সহকারী অধ্যাপক)দায়িত্বে থাকা অবস্থায় ইউএনও’কে সভাপতি সংযুক্ত রেখে যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

বর্তমানে সহকারী অধ্যাপক প্রতাপ কুমার মন্ডল গত বছর জুলাই থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে বেতন,বিল-ভাউচারে স্বাক্ষর ছাড়া ইউএনও’কে কলেজের আনুষ্ঠানিকতায় সম্পৃক্তকরণ বা গুরুত্ব দেননা বলে জানা যায়। কারণ হিসাবে জানাগেছে, প্রতাপ কুমার মন্ডল যা বোঝেন তা তিনি করতে পারেন না,পাশের কয়েকজন তাকে কবজা করে রেখেছেন,তারা যা বলেন তাই তাকে করতে হয়। অনেকেই বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাকি পুতুল হয়ে কেবল চেয়ারে বসে থাকেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেবল ফরমায়েশ বাস্তবায়ন করেন।

সরকারি নীতিমালা অনুযায়ী সভাপতি মহোদয়ের অনুমতি ব্যতিরিকে অধ্যক্ষ কোনো কার্যক্রম করতে পারেন না। যেকোনো আনুষ্ঠানিকতার সময় সভাপতির সাথে মিটিং করে অনুমতি গ্রহন ও পরামর্শ নেওয়ার নিয়ম রয়েছে। ঐ অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর কোনো প্রোগ্রামেই ইউএনও’কে অবহিত করা হয়না বা রাখা হয়না। এবারেও ওরিয়েন্টেশন সভার ব্যানারে ইউএনও’র নাম পর্যন্ত দেওয়া হয়নি। অথচ রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিরা উপজেলা বা জেলার যেসব প্রতিষ্ঠানের সভাপতি,তাদের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের প্রধানরা টু-শব্দ পর্যন্ত করতে পারেন না বলে সর্বজন জ্ঞাত। পাবনার সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে জেলা প্রশাসকের পক্ষে ইউএনও (সরকারি কমকর্তা) সভাপতি হওয়ায় এবং তাকে বাদ দিয়ে ওরিযেন্টেশন সম্পন্ন করায় নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনার মাধ্যমে জেলা প্রশাসককে অবজ্ঞা করা হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডলের মোবাইলে ফোন দিয়ে তার বক্তব্য জানতে চাইলে কয়েকবারই তার স্ত্রী ফোন রিসিভ করেন। ফলে প্রতিবেদনে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ওরিয়েন্টেশনের ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে কোনো কিছুই অবহিত করেননি জানিয়ে বলেন উনি শিক্ষিত মানুষ,আমি তাকে সম্মান করি। তবে জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবগত করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর