নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার (০৪ জুন) রাত্রী সাড়ে ১০ ঘটিকায় উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জনৈক মান্নান চৌকিদার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। পরে ভিকটিম নারী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির হলেন উপজেলা পূর্ব সোনাপাতিল গ্রামের রহিদুল প্রামানিক এর ছেলে নিশান প্রামানিক(২৩)।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন রাত্রীতে পূর্ব সোনাপাতিল ভিকটিম নারী তার মামার বাড়ি যাচ্ছিলো হটাৎ জনৈক মান্নান চৌকিদার এর বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের অভিযুক্ত নিশান মোটরসাইকেল যোগে পিছন থেকে গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভিকটিম নারীকে তার মোটরসাইকেলর পিছনে উঠতে বলে। মেয়েটি তখন তার মোটরসাইকেল উঠতে চাই না, উঠতে না চাওয়ার কারণে তখন তাকে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ঝাপটে ধরে জোর পূর্বক মেয়েটির ঠোঁটে চুমু দেয় ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং টেনে রাস্তার নিচে নেওয়ার চেষ্টা করে। তখন মেয়েটি বাঁচার জন্য ডাক চিৎকার করলে ঘটনা স্থল থেকে অভিযুক্ত কারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত নিশান এর বিরুদ্ধে যৌন নিপীড়ন আইনে মামলা দায়ের করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় রাতেই অভিযুক্ত নিশান প্রামানিককে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।