পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪৫) নামে একজনের মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রীজ এলাকার মোজাম্মেল হোসেন মোজা কসাইয়ের ছেলে। সে পেশায় মাংস বিক্রেতা ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) সাড়ে ১১টার দিকে চাটমোহর থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া দিকে যাচ্ছিলেন। চাটমোহর গুনাইগাছা আটচালা মোড়ে বিপরীত দিক থেকে দ্রুতগামী অটোবোরাকের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগলে গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক। স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।