পাবনার ভাঙ্গুড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যৌন নিপীড়ন ও তাতে বাধা দেওয়ায় তার পিতাকে মারধোরের অভিযোগে চারজনের বিরুদ্ধে করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন শনিবার রাতের এ ঘটনায় রাতেই মামলা করেন ওই ছাত্রী।
অভিযোগকারী ও গ্রেফতার সবাই উপজেলার কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওই কলেজছাত্রী শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। পরিবারের অন্যান্য সদস্যারা বাড়ির ভেতরে গেলে ওই ছাত্রীকে একা পেয়ে কৈডাঙ্গা গ্রামের আফজাল খাঁর ছেলে শুভ (১৯), সূর্য মিয়ার ছেলে নীরব (১৯), ঠান্টু আলীর ছেলে তারেক (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে সাজু (২২) যৌন নিপীড়ন চালায়। এতে ওই কলেজছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে বখাটেরা তার বাবাসহ পরিবারের অন্যদেরকে পিটিয়ে আহত করে। এ সময় মাথায় মারাত্মক জখম হওয়া কলেজছাত্রীর বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে রাতেই ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শুভ, নিবর, তারেক নামে তিন আসামিকে গ্রেফতার করে। অপর আসামি সাজু পলাতক রয়েছেন।
ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, গ্রেফতার তিনজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।