সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় পরিশোধ বিল বকেয়া দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করলেও তা বকেয়া দেখিয়ে আব্দুর রহমান নামে এক গ্রাহকের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের লোকজন এ সংযোগটি বিচ্ছিন্ন করেন। কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

রহমানের ছেলে রাসেল বলেন, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া বিদ্যুৎ অফিসের লোকজন আমার বাড়িতে এসে মিটারের সংযোগ লাইন কেটে দেন। তাদেরকে লাইন কাটার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন আপনার জানুয়ারি মাসে ১৬ টাকা বকেয়া আছে তাই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরকে বিল সিট দেখাতে চাইলেও তারা বিল সিট দেখেননি। তারা আমাকে অফিসে গিয়ে সংযোগ ফি দিতে বলেন। আমি অফিসে গেলে অফিসের এক কর্মচারী বলেন বিল পরিশোধ আছে কিন্তু এখন আপনাকে সংযোগ ফি দিতে হবে।
তিনি আরও বলেন, এক মাসে বিদ্যুৎ বিল বকেয়া থাকলে তা পরের মাসে দেখি যোগ হয়। এখন দেখি মার্চ মাসে বিল সিটে ১৬ টাকা বকেয়া হিসেবে যোগ হয়েছে। আবার পুনঃসংযোগ পেতে ৯৬০ টাকা জমা দিতে হয়েছে।

মাসিক বিদ্যুৎ বিল সিটে দেখা যায়, জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুলসহ গত ৫ ফেব্রুয়ারি ভাঙ্গুড়া অগ্রণী ব্যাংক শাখায় বিলটি পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বিল গত ২ মার্চ অনলাইনে এবং মার্চ মাসের বিল বিলম্ব মাশুলসহ ১৩ এপ্রিল ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ অফিসে পরিশোধ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের বিল পরিশোধ থাকলে ও ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপটি জেনারেল ম্যানেজার নূরুল সামছুল হুদা বলেন, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরিশোধ বিলে বিলম্ব ১৬ টাকা মাশুলসহ বকেয়া থাকার বিষয়ে তিনি কোনো সদত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর