পাবনা ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজের বিরুদ্ধে ভিজিডি কার্ডে অর্থ বাণিজ্য ও চাউল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
জানা যায়, উক্ত ওয়ার্ডে ২৫ জন কার্ডধারী তিন মাসের চাউল একই দিনে বিতরণ করায় প্রত্যেকে ৯০ কেজি অর্থাৎ (তিন বস্তা) চাউল পাওয়ার কথা সেখানে ইউপি সদস্য সবুজ হোসেন প্রত্যেককে দুই বস্তা করে চাউল দেন এবং প্রত্যেকের কাছ থেকে এক বস্তা চাউল আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে ভিজিডি কার্ড ধারি স্বপ্নের স্ত্রী আলফা খাতুন, আকরাম মোল্লার ছেলে নুর ইসলাম, রঞ্জুর স্ত্রী রহিমা খাতুন, আলতাফ এর স্ত্রী নাদিরা খাতুন,রাজ্জাকের স্ত্রী মৌসুমি সহ অন্যান্য ভুক্তভোগীরা।
সবুজ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান তালুকদার সুমন বলেন, চাউল বিতরণের দিন আমি ঢাকাতে ছিলাম তবে চাউল আত্মসাতের কথা শুনেছি। আমি ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজের সাথে কথা বলেছি সে কার্ড ধারির কাছ থেকে এক বস্তা চাউল নেওয়ার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপে¶ে ব্যবস্থা গ্রহণ করা হবে।