সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমি কেটে পুকুর খনন করায় গতকাল শুক্রবার রাতের কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের সময় পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা ও বিভিন্ন জায়গায় এসকেভেটর মেশিনের ব্যাটারী ধ্বংস করেন।
রাতের আধারে অভিযানে আলীগ্রাম নামক স্থানে জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন। একই সময় কয়েকটি এলাকায় এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.উজ্জল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আলীগ্রামের মোঃ আব্দুস ছাত্তার এর ছেলে মো. সরোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সময় উধুনিয়া ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে আলী গ্রাম, দীঘলগ্রাম ও কাশেম বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর খননে ব্যবহৃত এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দিয়েছেন।