রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বছর হলে পুরোপুরি ক্লাস চালু করা যায়নি

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামে প্রায় তিন বছরেও পুরোপুরি ক্লাস চালু করা যায়নি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে । সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কোনো ব্রেঞ্চ নেই। বিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে নানাবিধ অসুবিধার কারণে এখনও ব্রেঞ্চ সরবরাহ করা সম্ভব হয়নি। নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিতে আরো নানা সমস্যা রয়েছে বলে জানা যায়। বিদ্যালয়ের পুরাতন ভবন থেকে নতুন ভবনটি প্রায় এক হাজার ফুট দূরে নির্মাণ করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত। সুজা গ্রামের মাঝে নিজস্ব জায়গায় ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট থেকে বিগত ১৯৯২ সালে একতলা বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের নিজস্ব জায়গার পরিমাণ ১৯ শতক বলে জানা যায়। বিদ্যালয় ভবনটিতে চারটি রুম আছে। এখন মোট শিক্ষার্থী সংখ্যা ২শ ২৬ জন ও ৫ জন শিক্ষক আছেন বলে জানা যায়। সুজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একটি বিদ্যালয় (একাডেমিক) ভবন বিগত ২০১৯-২০ অর্থ বছরে স্থানীয় এলজিইডি থেকে জিপিএস প্রকল্পে নির্মাণ করা হয়েছে । এর পেছনে বরাদ্দ ব্যয়ের পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা । এ বিদ্যালয় ভবনে ক্লাস রুম তিনটি। এটি পুরাতন মূল বিদ্যালয় ভবন থেকে প্রায় এক হাজার ফুট দূরে নিজস্ব জায়গায় নির্মাণ করা হয়েছে । নতুন ভবন নির্মাণ এলাকায় বিদ্যালয়টির নিজস্ব জায়গা ৫২ শতক বলে জানা গেছে।
সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সায়েম জানান নতুন ভবনটি স্কুলের নিজস্ব জায়গায় নির্মাণ করা হয়েছে । এটি বিদ্যালয়ের পুরাতন মূল ভবন থেকে প্রায় এক হাজার ফুট দূরে খোলা জায়গায় নির্মাণ হয়েছে। নতুন ভবনটি বিগত ২০২০ সালে নির্মাণ শেষের পর তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ভবনে তিনটি ক্লাস রুম থাকলেও দুটি রুম ব্যবহার করা হচ্ছে । একটিতে প্রাক প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থী ও আরেকটিতে প্রায় ৫০ জন প্রথম (ওয়ান) শ্রেণীর শিক্ষার্থীর ক্লাস চালানো হচ্ছে। এদেরকে মেঝেতে বসিয়ে পাঠদান করা হচ্ছে। তিনি বলেন, নতুন ভবনে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ইচ্ছে ও পরিকল্পনা থাকলেও নানা সমস্যায় তা সম্ভব হচ্ছে না। সমস্যার একটি হলো বিদ্যালয় ভবনটি নির্মানের পর আজ অবধি শিক্ষার্থীদের জন্য ব্রেঞ্চ ও অন্যান্য আসবাবপত্রাদি সরবরাহ করা হয়নি। এছাড়া এখানে কোনো ওয়াশ বক্স নেই।

উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি এলজিইডি থেকে জিপিএস প্রকল্পে নির্মাণ করা হয় । এ প্রকল্পে ব্রেঞ্চ সরবরাহে অর্থ বরাদ্দ কিংবা ব্রেঞ্চ সরবরাহ করতে কোনো চুক্তি নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ক্লাস রুমে শিক্ষার্থীদের জন্য ব্রেঞ্চ সরবরাহ পেতে ও ওয়াশ বক্সের জন্য উপজেলা পরিষদের শিক্ষা সংক্রান্ত সভায় তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর