সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে ১শ ৫৬ কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজীর বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণাদি বিতরণ করা হয়েছে। এছাড়া আম ও লেবু গাছের চারা দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ চত্বরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ সবজীর বীজ আরো অন্যান্য গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন জনপ্রতি কৃষক পরিবারকে ১০ রকমের সবজী বীজ, রাসায়নিক সার, বেড়া দেওয়ার নেটসহ বিভিন্ন কৃষি উপকরণাদি দেওয়া হয়েছে। কৃষক পরিবারকে বলেন আপনারা বাড়ীর পাশে কখনো জায়গা পতিত রাখবেন না। সেখানে বিভিন্ন সবজীর আবাদ, ফলের গাছ লাগাবেন।