সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়নে বড়কোয়ালিবেড় গ্রামে বেলা এগারোটার সময় জামে মসজিদে ঢোকার পথ ব্যবহার নিয়ে গ্রামের মামা ও ভাগিনা দুই দলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায়১২ জন আহত হয়েছে। গ্রামের ভাগিনা আয়ুব মোল্লার দলের সঙ্গে মামা সাইদার রহমানের দলের লোকজনের মধ্যে মারামারি সংঘর্ষ হয়েছে।
এলাকাসুত্রে জানা যায় আহতরা হলেন – আয়ুব মোল্লা , হাতেম মোল্লা, লিয়াকত আলী , সোয়েব আলী, হাকিম প্রামানিক, ওয়াসিম মোল্লা, আব্দুল্লাহ, সবুজ আলম, তারিকুল ইসলাম, সাইদার রহমান ও সাবিনা খাতুন। এরা সবাই বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়কোয়ালিবেড় গ্রামের স্থায়ী বাসিন্দা। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসায় ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
উল্লাপাড়া মডেল থানা সুত্রে, বড়কোয়ালীবেড় জামে মসজিদে ঢোকার ও বের হওয়ার পথ নিয়ে সাইদার রহমানের পরিবারের লোকজনের ব্যবহার করা নিয়ে বেশ কিছুদিন ধরে কথা কাটাকাটি চলছিলো। এরই জেরে রবিবারে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারপিট সংঘর্ষ হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অরুপ মন্ডল ঘটনাস্থান বড় কোয়ালীবেড় গ্রাম ঘুরে এসে জানান, সেখানে মারামারি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এপর্যন্ত অবধি কোন পক্ষই থানায় মামলা করেননি।