রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

দুর্ঘটনায় আহত শ্রমিকের পাশে দাঁড়ালেন তাড়াশ উপজেলা আ.লীগ নেতা জেমস

চলনবিলের আলো, নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

চট্রগ্রামে বন্দরে কাজ করতে গিয়ে গুরুত্ব আহত হয়ে চিকিৎসাধীন থাকা শ্রমিক আনিসুরের রহমানে পাশে দাড়ালেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে নিজে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করেন ও আর্থিকভাবে সহযোগীতা করেন।

আহত শ্রমিক তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের আনারসিদ খানের ছেলে আনিসুর রহমান।

দুর্ঘটনায় আহত আনিসুর রহমানের বাবা আনারসিদ খান জানান, আমার ছেলে আনিসুর রহমান জীবিকা নির্বাহের জন্য চট্রগ্রাম বন্দরে খেজুর খালাসের শ্রমিকের কাজ নেন। এমতাবস্থায় দুদিন পুর্বে খেজুরের কার্টুন মাথায় নিয়ে বহনের সময় পা ফসকে পড়ে যায়। এ সময় তার একটি পা ভেঙ্গে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দেয়া। খবর পেয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোনায়েম হোসেন জেমস আমাদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং চিকিৎসার আর্থিকভাবে সহযোগীতা করেছেন। আমি মোনায়েম হোসেন জেমসের প্রতি কৃতজ্ঞ। তিনি না থাকলে হয়তো আমার ছেলের চিকিৎসা করা সম্ভব হতো না।

আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস বলেন, আমি ছাত্রজীবন থেকে আমার এলাকার মানুষের সুখ-দুঃখের পাশে থাকি ও তাদেরকে আমার সাধ্যমত আর্থিকভাবে সহযোগী করি। তেমনি আনিসুর রহমানের পরিবার তত সচ্ছল নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকেই তার পাশে দাঁড়িয়েছি। আপাতত সামর্থ্য অনুযায়ী তাকে আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতে তাদের সব প্রয়োজনে পাশে থাকব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর