শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

ই-পেপার

মসজিদের জমি বিরোধ জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ

লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন এর আট মাইল নামক (৬নং ওয়ার্ড) নামক স্থানে সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।  মুসলিম পাড়া জামে মসজিদ এর সভাপতি ও সেক্রেটারিসহ আহত হয়েছেন চার জন। এর মধ্যে সেক্রেটারি আশরাফুল ইসলামের মাথায় গুরতর জখম হয়।
আহতরা হলেন ১.আশরাফুল ইসলাম (৩৭),পিতা আবদুল  কাদের ২.মোঃ আলী (৪০), পিতা শামসুল গাজী, ৩.আনুয়ারা বেগম(৩৫),. স্বামী আশরাফুল ইসলাম, ৪. আনোয়ারা বেগম (৩০),স্বামী মোঃ হানিফ। সাং আট মাইল মুসলিম পাড়া, গজালিয়া,লামা,বান্দরবান পার্বত্য জেলা।
এ বিষয়ে আশরাফুল ইসলাম ও মোঃ আলী জানান, লামা উপজেলার ৮মাইল মুসলিম পাড়া জামে মসজিদ এর নামীয় ও ভেগদখলীয় ৩০৫ নং গজালিয়া মৌজার আর/৯৭০ নং হোল্ডিং এর ৫ একর তৃতীয় জায়গার উপর ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা পাওয়ার আবেদন ছিল।
কিন্তু ইউনিয়ন এর আট মাইল (৬নং ওয়ার্ড) নামক স্থান সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে  মুসলিম পাড়া জামে মসজিদ জায়গা দখল নিতে গেলে আমরা মসজিদ কমিটি লোকজন বাধা দিলে ১. মোঃ খলিলুর রহমান( ৪৫) পিতা জুবেদ আলী, ২. রমজান আলী (২৫), পিতা খলিলুর রহমান, ৩.আল আমিন (৩৫),পিতা-চাঁন মিয়াসহ অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে ধারালো দা,লোহার রড, লাটি-সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলায় আহত আহত হই।
বর্তমানে লামা হাসপাতালে আহত আশরাফুল ইসলাম  একজন চিকিৎসাধীন আছেন। আর অন্যরা চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন।
এছাড়াও তারা মসজিদের জায়গা থেকে তার গত কয়েকদিন আগে গামারী গাছ ও অন্যান্য গাছ গুলো কেটে নিয়ে যায়।
স্থানীয় ইউপি মেম্বার সিথুই মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি এ বিষয়ে শুনেছি, উক্ত জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর