সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে উপজেলাকে গৃহহীন – ভূমিহীনমুক্ত ঘোষণায় সোমবার (২০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস বিফিং হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা প্রমুখ।
উল্লাপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় মোট ৩ শ ৪ টি পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। পৌর এলাকার এনায়েতপুরে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্পে সবচেয়ে বেশী সংখ্যক ১শ ৫৬ পরিবারকে পূনর্বাসন করা হয়েছে।
এছাড়া পঞ্চক্রোশী ইউনিয়নের চর কালিগঞ্জে ৬৮ টি পরিবার , সদর উল্লাপাড়া ইউনিয়নের পংরৌহা আশ্রয়ণ প্রকল্পে ১১ টি, বড়হর ইউনিয়নে ২২ টি পরিবার, দুর্গানগর ইউনিয়নে ১৮ টি পরিবার, বাঙ্গালা ইউনিয়নে ১৭ টি পরিবার, পূর্ণিমাগাতী ইউনিয়নে ২ টি, রামকৃষ্ণপুর ইউনিয়নে ১ টি, সলঙ্গা ইউনিয়নে ২ টি, মোহনপুর ইউনিয়নে ২ ও উধুনিয়া ইউনিয়নে ৫টি পরিবারকে পূনর্বাসন করা হয়েছে।
প্রেস বিফিং এ জানানো হয় আশ্রয়ণ প্রকল্প -২ এর ঘর পেতে বিভিন্ন সময়ে ৩ হাজার ২২২ জন আবেদন করেছিলেন। উপজেলা প্রশাসন থেকে একাধিক তদন্ত ও যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীন গৃহহীন পরিবার চিহ্নিত করে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে।