রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরের দুই সাংবাদিক পেলেন বিশেষ সম্মাননা স্বারক 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। সোমবার (২০ শে মার্চ) দিনব্যাপী  যশোরের অভয়নগরের নওয়াপাড়ার আকিজ দরবার হলে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা মাস্টার আমিনুর রহমান ও রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক  শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় কেন্দ্রীয় কমিটির সহকারি সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. এম এ মান্নান সহ  কয়েকজন সাংবাদিককে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর