শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

ডোমার থানায় মাদক মামলার ০২(দুই) বছরের সাজা এবং অর্থদণ্ডে দন্ডিত আসামী গ্রেফতার

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ

ডোমার থানা পুলিশ কর্তৃক মাদক মামলার ০২(দুই) বছরের সশ্রম সাজা এবং ৫০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী মো: রফিকুল ইসলাম(৩৫) পিতা-মো: সামসুল ইসলাম, সাং-পুর্ববোড়াগাড়ি কলেজপাড়া, থানা-ডোমার, জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় মাদক মামলার ০২(দুই) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী রফিকুল বিগত ২৮ মে ২০১৭ সালে বিপুল পরিমান হেরোইনসহ ডোমার থানাধীন ছোটরাউতা এলাকা হইতে ডোমার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। উক্ত বিষয় সংক্রান্তে  ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর  ১৯(১) এর ১(ক)/২৫ ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যাহার  জি/আর নং- ১১৪/১৭(ডোমার) । মামলাটি তদন্তঅন্তে বর্নিত আসামীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।  সাক্ষ্যপ্রমান অন্তে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত, নীলফামারীর বিজ্ঞ বিচারক মহোদয় গত ২২ জানুয়ারী/২৩ তারিখ আসামী রফিকুলকে ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মামলাটির বিচারকায চলাকালীন সময়ে আসামী রফিকুল জামিনে মুক্তি হয়ে দীর্ঘ সময় আত্মগোপন করে থাকে। ইতিপূর্বে বর্নিত আসামীকে গ্রেফতারের নিমিত্তে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। ইং ০৭ মার্চ /২০২৩ তারিখ সন্ধাবেলা ডোমার থানাধীন বোড়াগাড়ি এলাকা  হইতে গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এএসআই/আক্তারুজ্জামান মন্ডল পলাশ সঙ্গীয় অফিাসার/ফোর্সসহ বর্নিত আসামিকে গ্রেফতার করেন।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন সহ প্রয়োজনীয় আইনগত বিষয়সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর