শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে স্কুল ছাত্রীর মুখে ব্লেড মারা যুবককে পুলিশের হাতে তুলে দিল তার পরিবার

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে মুখে ব্লেড মারা যুবককে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে ঐ যুবকের পরিবার। ১ মার্চ বুধবার রাত সাড়ে ১১টার সময় তার পরিবারের সদস্যরা অভয়নগর থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন ঐ যুবককে। উল্লেখ‍্য বখাটে রোহান বুধবার দুপুরে নওয়াপাড়া গরুহাটের সামনে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে মুখে ব্লেড মেরে আহত করে পালিয়ে যায় বখাটে যুবক। স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে বকাটে যুবক ঐ স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করে আসছিল। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে ঘৃণা ও প্রতিবাদের ঝড় বইতে থাকে, যে কারনে প্রশাসনের তরফ থেকে বখাটে যুবককে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যহত থাকা অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। বখাটে যুবক উপজেলার নওয়াপাড়া বুইকরা ড্রাইভারপড়া গ্রামের মোঃ হায়দার আলী শেখের ছেলে মোঃ রোহান শেখ(১৯)।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, আসামি রোহানকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে অভয়নগর থানার মামলা নং- ০১ তারিখ ০২/০৩/২০২৩ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ সহ ১৪৩/৩২৩/৩২৬/৫০৬ দণ্ডবিধি রুজু করা হয়েছে, তাকে বিচারের নিমিক্তে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর