শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে জিএম কাদেরের জন্মদিন অনুষ্ঠানে হামলা, আহত ৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের জন্মদিন অনুষ্ঠানে দলের দুই গ্রæপের নেতাকর্মীদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকার জাতীয় পার্টির কার্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন পালন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

সূত্রমতে, অনুষ্ঠান শুরুর পর সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার ও রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সাথে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে প্রথম দফায় সাংসদের সামনে বসে অন্যান্য নেতৃবৃন্দরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। অনুষ্ঠান শেষে দুই গ্রুপের নেতাকর্মীরা হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পরেন। এসময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় জাপার তিন নেতাকর্মী আহত হয়েছেন।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সটকে পরেন। ঘটনাস্থলে কিছু চেয়ার ভাঙা দেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর