ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আন্তঃজেলা ২ চোর কে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। গত ২০ ফেব্রুয়ারি রাত ৩ টায় রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ঢোলার হাট মহাসড়কের তিন রাস্তার মোড়ে চেকপোষ্ট করা কালীন ঠাকুরগাঁও হইতে আটোয়ারী গামী ১ টি সাদা রংগের প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো -গ-১৪-১৫৯৬) থামানোর জন্য সিগন্যাল দিলে উক্ত প্রাইভেট কারটি সিগন্যাল অমান্য করে বেপরোয়াভাবে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুহিয়া চৌরাস্তা মনতাজ হোটেল এর সামনে পাকা রাস্তার উপর রাত্রিকালীন বাজার নিরাপত্তা ডিউটিতে থাকা অফিসার ফোর্সদের সহায়তায় আটকের চেষ্টাকালে প্রাইভেট কারের ড্রাইভার মোঃ বাবুল হোসেন রাস্তার উপর গাড়ি পালিয়ে যায়। এবং ১টি সাদা রঙের প্রাইভেট কার পেছনে থাকা অপর দুই আন্তঃজেলা চোরকে গ্রেফতার করে।
আটক কৃত মোঃ আবু হান্নান (৩৮) ময়মনসিংহ জেলার মৃত আহাম্ম বেপারীর ছেলে ও মোঃ জানাল হক(৩০)পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্ৰামের খাদেমুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাদেরকে সন্দেহ হইলে ব্যবহৃত প্রাইভেট কারে কাগজ পত্র দেখতে চাইলে তাহারা কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এবং গাড়ীর মালিকের নাম ঠিকানা চাইলে একেক সময় একেক কথা বলে আমার সন্দেহ হয় যে, ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামী যোগ সাজসে উক্ত গাড়ীটি চুরি করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে আনিয়াছে। আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং জব্দকৃত লোহাকাটা যন্ত্র দ্বারা বিভিন্ন এলাকায় রাতের বেলায় দোকানঘর বসতবাড়ির তালা/ গ্রিল কেটে মালামাল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে।