নির্যাতিত,নিপীড়িত,কলম সৈনিক সৃজনশীল সংবাদ কর্মীদের বিপদে পাশে থাকার শপথ নিয়ে আজ উন্মেচিত হলো সাংবাদিকদের আস্থার প্রতীক “স্বদেশ প্রেসক্লাব” এই সংগঠনটির আগামী ৩ মাসের কেন্দ্রীয় কমিটিতে মনোনিত হলেন যারা-প্রতিষ্ঠাতা জনাব মোঃআবু তালেব।
মহাসচিব হলেন যারা-এ্যাড.মোঃআবু বকর সিদ্দিক,সম্পাদক(দৈনিক আগামীর খুলনা),মোঃসিরাজুল ইসলাম,নির্বাহী সম্পাদক(চ্যানেল এন টেলিভিশন লিমিটেড)।
সাংগঠনিক সম্পাদক হলেন যারা-
মোঃহাফিজুর শেখ,সম্পাদক(দৈনিক খবর পদ্মা সেতু),মো:হৃদয় রায়হান, সম্পাদক(দেশ সংবাদ ২৪),মোঃতরিকুল ইসলাম,সম্পাদক(দৈনিক গনকথা),মোঃজুয়েল হোসেন,সম্পাদক ও প্রকাশক(দৈনিক শ্রমিকের হক কথা)।
নির্বাহী সদস্য হলেন যারা-
মোঃজুয়েল খান,বাগেরহাট জেলা প্রতিনিধি(দৈনিক স্বদেশ চিত্র),মোঃওয়াজ কুরনী,দিনাজপুর জেলা প্রতিনিধি(দৈনিক মানবধিকার প্রতিদিন),মোঃসাগর হোসেন,যশোর জেলা প্রতিনিধি(দৈনিক সমাচার),মোঃমাজহারুল ইসলাম মলি,গলাচিপা উপজেলা প্রতিনিধি,(দৈনিক দেশ বাংলা),এস এম রফিক,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি(দৈনিক ক্রাইম তালাশ),কিশোর কুমার দাস,মাগুরা জেলা প্রতিনিধি(দৈনিক প্রথম আলোক),মোঃসাহিদুর রহমান আকাশ,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি(