শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় ছয় মাসের কারাদন্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করায় ওই মাদক ব্যবসায়িকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, রবিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আ. মালেক তালুকদার অভিযান চালিয়ে ওই বাজারে চটপটি ব্যবসায়ী এবং পাশ^বর্তি অশোকসেন গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে শাহীন মোল্লাকে (৪৫) গাঁজাসহ আটক করে। আটক শাহীন ধীর্ঘদিন যাবত চটপটি ব্যবসার আড়ালে গাঁজা সেবন ও ব্যবসা করে আসছিলো।

আটক শাহীন ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন মাদক ব্যবসায়ি শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শহীনকে সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর