খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা সহ আবুল হাসনাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।সে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক।
শুক্রবার (১৩ জানুয়ারী) মধ্যরাতে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক রামগড় পৌরসভার তৈছালাপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে।
পুলিশ জানান, গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ওই যুবকের দেহ তল্লাশি করা হলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামগড় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক জানান,কারো ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নিবেনা।মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।বাংলাদেশ যুবলীগ মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর।
রামগড় থানার উপ-পরিদর্শক ফরহাদুল হক জানান, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবুল হাসনাতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।