শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

সালিশের নামে জোরপূর্বক জরিমানা আদায়ের অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনায় প্রহসনের সালিশ বৈঠক করে জোরপূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করে নিয়েছে কতিপয় প্রভাবশালীরা। এ ঘটনায় ভূক্তভোগী ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের।

ওই গ্রামের কালু সরদার অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে মধ্য শিহিপাশা গ্রামের সেলিম সরদারের ছেলে রুবেল সরদার স্থানীয় ওয়াজ মাহফিল থেকে রাতে ফেরার সময় আমার বসতঘরের পাশ দিয়ে যাচ্ছিলো। এসময় রুবেল আমার পঞ্চম শ্রেণীতে পড়–য়া নাতনীকে ডাক দিয়ে তার (রুবেল) পূর্ব পরিচিত একটি মেয়েকে ডেকে দিতে বলে। এরইমধ্যে কতিপয় লোক এসে রুবেলকে মারধর করে। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার কয়েকদিন পর স্থানীয় প্রভাবশালী মুরাদ আহমেদ, ফয়সাল হোসেন, শাহাদাত ও সজিব প্রহসনের সালিশ বৈঠক বসায়। ওই বৈঠকে রুবেলকে মারধরকারীদের ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। পরবর্তীতে জোরপূর্বক ওই জরিমানার টাকা আদায় করে নেয়া হয়েছে। এরমধ্যে পাঁচ হাজার টাকা জরিমানা আমার (কালু সরদার) ছেলেকে গুনতে হয়েছে।

জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মো. শামীম ফরিয়া জানান, আহত রুবেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এতে তার পরিবারের অনেক টাকা খরচ হয়েছে। এজন্য রুবেলের উপর হামলার ঘটনায় যারা জড়িত ছিলো তারা সবাই মিলে চিকিৎসা খরচ বাবদ রুবেলের পরিবারের হাতে ২০ হাজার টাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর