মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

“সব ভয়কে জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ১৮ বছরে” স্লোগানে ঝালকাঠিতে পালিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষির্কী। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি মিলনয়াতনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ঝালকাঠি জেলা সংবাদদাতা শফিউল আজম টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনডিসি অংছিং মারমা, জেলা তথ্য অফিসার আহসান কবির, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মনিরুজ্জামান, জেলা ডিএসবি ডিআইও-১ ওবায়দুল হক চৌধুরী, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি অলোক সাহা,এখন টিভির রিপোর্টার আল আমিন তালুকদার,বিটিভির প্রতিনিধি জান্নাতুল নাঈম দ্বীপ, বাংলা টিভির প্রতিনিধি রতন আচার্য্য, ঝালকাঠি সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রুহুল আমিন রুবেল, বিজয় টিভির প্রতিনিধি মাসুম খান, , এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মানিক আচার্য্য, এম খায়রুল ইসলাম পলাশ, ইব্রাহীম খান শাকিল, দেলোয়ার হোসেন, মিঠুন চত্রæবর্তীসহ জেলা ও উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংবাদিক দিবস তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্য জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, বৈশাখী টেলিভিশন ১৮ বছরে পদার্পন করার চেয়েও বৈশাখী টেলিভিশনকে মানুষ অনেক বেশী চেনে । তিনি বৈশাখী টিভির সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, বৈশাখী টিভি বাংলাদেশকে তুলে ধরবেন এমন প্রত্যাশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর