আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী চলমান মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮৪১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭ লাখ ১৭ হাজার ৯৭২ জন। ওয়ার্ল্ডোমিটার সূত্র এ তথ্য পাওয়া গেছে।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন আর মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৭২ হাজার ৯২১ জন। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ লাখ ৮ হাজার ২৫৮ জন।