যাত্রীবাহি পরিবহনের সাথে প্রাইভেটকারের মুখোমূখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন- ঝালকাঠি জেলার বাসিন্দা প্রাইভেটকারের যাত্রী আবুল বাসার (৫৫) ও মিরাজুল ইসলাম (৩৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুপুর দুইটার দিকে মহাসড়কের মাহিলাড়া এলাকায় ওয়েলকাম পরিবহনের সাথে প্রাইভেটকারের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী গুরুত্বর আহত হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গৌরনদী স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।