সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নে এলজিইডির পংরৌহা পাকা সড়কের বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে। কার্পেটিং উঠে গেছে। সড়কে বড় ছোট গর্ত হয়েছে। এতে বিভিন্ন বাহন নিয়ে চলাচলে বেশ কষ্ট হয়।
উল্লাপাড়ার ভদ্রকোল পাকা সড়ক থেকে ছোটো বাখুয়া মাঝিবাড়ী মোড় অবধি প্রায় দেড় কিলোমিটার সড়ক আন্তঃ ইউনিয়ন সংযোগ সড়ক পরিচিতি পেয়েছে। ভদ্রকোল পাকা সড়ক থেকে পংরৌহা গ্রামের ব্রীজ অবধি এক কিলোমিটার সড়ক পথ বছর সাতেক আগে এলজিইডি থেকে পাকা করণ হয়েছে। পংরৌহা গ্রামে তিনটি চাউল কল আছে। এসড়ক পথে বিভিন্ন এলাকা থেকে ট্রাক , নসিমন , অটো ভ্যান ও নানা বাহনে চাউল কল তিনটিতে ধান ও চাউল আনা নেওয়া করা হয়। এছাড়া যাত্রী নিয়ে অটো ভ্যান চলাচল করে।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে বছর দুয়েক হলো সড়কটির পংরৌহা পুকুর চালায় , ব্রীজ এলাকায় সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। সড়কের ক্ষতি আরো বাড়ছে। প্রতিবেদককে পংরৌহা গ্রামের অটো ভ্যান চালক মো. পরবত মিয়া , আঃ খালেক বলেন সড়কের এমন দশায় তারা অটো ভ্যান যাত্রী নিয়ে বেশ ভোগান্তি আর দুর্ঘটনার ঝুকিতে চলাচল করেন। এছাড়া ধান – চাউল ব্যবসায়ী রমজান মিয়া ও আরো একাধিক ব্যবসায়ী বলেন সড়কের বেশ কয়েক জায়গায় ভাঙ্গনে গর্ত হওয়ায় ধান ও চাউল বোঝাই বাহনগুলো নিয়ে সতর্কতায় চলতে হয়।