রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

ই-পেপার

সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় – রবি উপাচার্য

সুজন খান, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৫০ অপরাহ্ণ

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ষপরিক্রমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধুমাত্র একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারে না, সম্মিলিত প্রয়াসে এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়। উপাচার্য মহোদয় আরো বলেন, আধুনিক শিক্ষার সাথে সমিল রাখার স্বার্থে আজ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ম্যানেজমেন্ট করা হলো। উপাচার্য দৃঢ় প্রত্যয় রেখে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজ ভূমিতে যাবেই। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় ভবনে নয় নির্মিত হয় মননে। পৃথিবীর অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস হয়। জননেত্রী শেখ হাসিনা ইন্টারনেটকে জনগণের দোরগোড়ায় এনে দিয়েছেন। সেই সূত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  কোভিডকালীন সময়ে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছিল।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে তাদের অনুভূতি তুলে ধরে। তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে মাননীয় উপাচার্য মহোদয়ের এক বছরের কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ বিকাল ৩.০০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী সংসদ-এর আয়োজনে উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর