শেখ হাসিনার বাবতা নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনয়িতাদের সংবর্ধনা আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চৌহালী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ডা, মোঃ মাজেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো, হারুন অর রশিদ, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, ডাঃ জান্নাতি আক্তার,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ শামিম জাহিদ তালুকদার, তামান্না হক, সম্পা কর্মকার, মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি চৌহালী উপজেলা প্রেসক্লাব, আঃ লতিফ ও রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরি থেকে উঠে আসা ৪ জন জনয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।