সিরাজগঞ্জের তাড়াশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ যুব সমাজের উদ্যোগে শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করে শাহজাদপুর ফুটবল একাদশ ও বেলকুচি ফুটবল একাদশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খোন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য মো.শরিফুল ইসলাম তাজফুল, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু, মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোক্তার হোসেন,ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ছাবেদ আলী,অবসর প্রাপ্ত ব্যাংকার আশরাফুল ইসলাম বাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আলহাজ আলী খন্দকার , ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন রনি প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় শাহজাদপুর ফুটবল একাদশ ৩ – ১ গোলে বেলকুচি ফুটবল একাদশকে পরাজিত করে।
পরে বিজয়ী দল শাহজাদপুর একাদশের হাতে টিভি এস ১০০ সিসি মোটরসাইকেলের চাবী তুলে দেন খেলার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার ও বিশেষ অতিথি সঞ্জিত কর্মকার।
সেই সঙ্গে পরাজিত দল বেলকুচি ফুটবল একাদশের হাতে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়।