রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

ই-পেপার

রায়গঞ্জে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের আয়োজনে কৃতী সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ

মানুষের পাশে আমরা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার। বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, সাদরি ভাষায় জাতীয় পাঠ্যপুস্তক রচনা কমিটির সদস্য ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার, বিরল বৃক্ষের সংগ্রাহক ও চলতি বছর কৃষিতে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশ, দি বার্ড সেফটি হাউজের প্রধান ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস, সামাজিক সংগঠন বর্ণালী বেলকুচির কোষাধ্যক্ষ টিএনএস নাসিম, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, স্মার্ট টুরিজমের পরিচালক আসলাম উদ্দিন, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ,এইচ এম মোনায়েম খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, মানুষের জন্য, বন্ধুত্বের জন্য ফারাজ আইয়াজ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার আদর্শে সবাইকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের হাতে ক্রেস্ট, ফুল ও বই তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর