সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান শুক্রবার সকালে
সলপ ইউনিয়ন পরিষদের নিজস্ব বরাদ্দকৃত অর্থ দিয়ে কানসোনা ঘোষপাড়া টু হাবিবগন্জের দিকে ৫,৪৩,৫২২/-(পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচ শত বাইশ) টাকায় সিসি রাস্তাটি পরিষদবর্গ ও এলাকাবাসীদেরকে সাথে নিয়ে উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন পরিষদের সচিব. ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।