সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩:৩২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে উঠেছে।

গত ১০ নভেম্বর উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জেলা আওয়ামীলীগ, সিরাজগঞ্জ-৪ জাতীয় সংসদ সদস্য, সলঙ্গা থানা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত তানভীর ইমাম এমপির চা আড্ডায় ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুর রহমান বাচ্চুর সহ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ও তার জামাত-বিএনপি পন্থি কিছু আত্মীয় স্বজন নিয়ে চা আড্ডায় অতর্কিতভাবে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে। এ সময় চা আড্ডায় উপস্থিত প্রায় ১৫/২০ নেতাকর্মী আহত হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, সন্ত্রাসী কার্যকলাপের কারণে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। একারণে প্রোগ্রাম করার পরও দলীয় নেতাকর্মী মনক্ষুন্ন হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, প্রোগ্রাম শেষে দলীয় নেতাকর্মী বাড়ি ফেরার পথে হরিনচড়া বাজারে ২০/৩০ জন দেশীয় অসস্ত্র নিয়ে গাড়ি থামিয়ে তাদের হুমকি-ধামকি দেয় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে হরিনচড়া বাজারে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আওয়ামীলীগ বিরোধী মিছিল করে। এই ঘটনায় আমরা রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ গত ১০ নভেম্বর জরুরী বর্ধিত সভা আহবান করি। সভায় রেজুলেশনের মাধ্যমে সিধান্ত নেওয়া হয়েছে যে থানা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল কার্যক্রম থেকে বিরত থাকবে।

অভিযুক্ত থানা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুর রহমান বাচ্চু অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীর ইমাম এমপির চা আড্ডা অনুষ্ঠানে আমার উপর কিছু বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছিলো। সেখানে আমিও আহত হয়েছি।

সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু বলেন, অভিযোগ পেয়েছি। ঐ ঘটনার সময় উপজেলা আওয়ামীলীগ, থানা আওয়ামীলীগ সহ সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলো। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর উল্লাপাড়া উপজেলা আওয়ামীলী, সলঙ্গা থানা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদককে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর