সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নবাগত সহকারী কমিশনার( ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার( ১৪ নভেম্বর) সকালে চৌহালী অফিসার্স ক্লাব এর আয়োজনে পরিচিতি সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,চৌহালী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হযরত আলী মাষ্টার, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান, বর্তমান সভাপতি রাশিদুল হাসানসহ মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর প্রদান, তথ্য, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। পরিচিতি সভা শেষে ভারপ্রাপ্ত ইউএনওকেফুলদিয়ে বরণ করে নেওয়া হয় ।