তাড়াশ উপজেলায় হামকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১২ ই নভেম্বর ২০২২ রোজ শনিবার।এ বিদ্যালয় ভোট দেওয়া শুরু হয়েছিল সকাল দশটা থেকে এতে অভিভাবকগণের ভোটের সংখ্যা ছিল ৩৪৪,কানেক্ট হয়েছে ৩১৩ এবং বাতিল হয়েছে চারটি। হামকুরিয়া উচ্চ বিদ্যালয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। এ বিদ্যালয় ষড়যমনে গিয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে তারা জানায়,এত সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা কখনো দেখিনি তাই আমরা এলাকাবাসী ও গ্রামবাসীরা এই নির্বাচনকে ঘিরে অনেক খুশি।
এতে প্রথম স্থান অধিকার করেন মোঃ ফারুক হোসেন তিনি ভোট পেয়েছেন ১৭৬,দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ আব্দুল আলীম তিনি ভোট পেয়েছেন ১৫১,তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ মহসিন ফকির তিনি ভোট পেয়েছেন ১৩৭ এবং চতুর্থ স্থান অধিকার করেন মোঃ আব্দুল করিম তিনি ভোট পেয়েছেন ১৩৫। এছাড়া আরো অন্যান্যরা ভোট পেয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম ৯৫,মোঃ মোক্তার হোসেন ৮১,মোহাম্মদ মোস্তফা ৭২,ও মোঃ শরীফ মোল্লা ৪৮,তারা সবাই ভোট পেয়ে পরাজিত হয়েছে।
হামকুরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কামনা করেছিলাম মহান আল্লাহর অশেষ দোয়ায় সেভাবেই নির্বাচন হয়েছে তাই অভিভাবক বিন্দু ও এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেন ভবিষ্যতে ছাত্রীদের জন্য,অভিভাবক ভোটারদের জন্য,এলাকাবাসীর জন্য,গ্রামবাসীর জন্য ও সকল স্তরের মানুষের জন্য, ভালো কাজ করে যেতে পারি এবং মানসম্মত সুশিক্ষায় ছাত্র-ছাত্রীদেরকে গড়ে তুলতে পারি।
এ নির্বাচনে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম,এস আই আব্দুল রাজ্জাক, এস আই ওমর ফারুক,এস আই বদরুদ্দোজা চৌধুরী,ও তাড়াশ থানার কনস্টেবল বিন্দু। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পুরাতন ম্যানেজিং কমিটি বিন্দু ও বিদ্যালয়ের সভাপতি সাহেব এবং আরো উপস্থিত ছিলেন হামকিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ।