সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জে নানা আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ

সত্যে তথ্যে ২৪- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদর ধানগড়া ইউনিভার্স একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা। অনুষ্ঠানে প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বক্তব্যে বলেন, প্রথম আলোর সাথে পথচলা ছাত্রজীবন থেকে। শেখার জন্য পড়া শুরু করি প্রথম আলো। এখন যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। প্রথম আলোর সাথে এ চলা আমার অব্যাহত থাকবে।
রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, প্রথম আলো পড়লেই সবকিছু জানা যায়। সমাজের দেশের পিছিয়ে পড়া মানুষের আশার অবলম্বন হয়ে সামনে দাঁড়ায় প্রথম আলো। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার একেএম জহুরুল ইসলাম বলেন, প্রথম আলো মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ বলেন, প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করে না অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জীবনের আলো দেখায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শিক্ষক আলহাজ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতাব সভাপতি প্রদীপ সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার, সদস্য বেল্লাল হোসেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, সহকারী অধ্যাপক তাপস কুমার পাল, প্রভাষক শিশির কুমার দাস, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার, ধানঘরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান, সাবেক সভাপতি টি,এম কামরুজ্জামান ও দীপক কুমার কর, প্রবীণ সাংবাদিক আবদুস সাত্তার, আবু হাশিম, আবদুল কুদ্দুস তালুকদার,এসএম হাসানুজ্জামান, নাজমুল হাসান, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কুমার মাহাতো, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলায় সর্বোচ্চ ২৫ বার রক্তদান করায় জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রথম আলোতে প্রকাশিত আলোচিত বিভিন্ন প্রতিবেদন ও ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্যশিল্পী তিতুমীর হাসান ও সিথী মোহন্ত নাচ, শিশুশিল্পী অংসী রানী গান ও মাহাতোদের সাংস্কৃতিক দল ঝুমুর নাচ পরিবেশন করে। শেষে র্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর