সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে আওয়ামী লীগ নেতাকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত ঘোষ।
লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত ঘোষ বলেন, সম্প্রতি কয়েকটি নাম সর্বস্ব পত্রিকায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারকে জড়িয়ে অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারকে জড়িয়ে ও তার ভাতিজাকে দিয়ে উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করেন উল্লেখ করা হয়েছে। তা মিথ্যা ও বানোয়াট।  মুলত সঞ্জিত কর্মকার একজন আর্দশবান ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। এছাড়া ওই সংবাদে সঞ্জিত কর্মকারকে জড়িয়ে যে বিলাশবহুল বাড়ি নির্মান তথা অর্থের উৎসের কথা বলা হয়েছে তাও সত্য নয়। সঞ্জিত কর্মকার ২যুগ ধরে ১ম শ্রেনীর ঠিকাদারী ব্যবসা করে আসছেন ও তাড়াশ ডিগ্রী কলেজে চাকুরী করেন। সঞ্জিত কর্মকার তাড়াশ উপজেলাকে প্রায় ৩বছর পুর্বে মাদক মুক্ত ঘোষনা করা হয়। তিনি বরাবরই ঘুষ,দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি উপজেলা আইনসৃংখলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন। মুলত একটি কুচক্রি মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ও উপজেলা আওয়ামী লীগের সম্মান ক্ষুন্ন করার জন্য এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারে লিপ্ত আছে। পরিবেশিত সংবাদে মিঠুন তার আপন ভাতিজা হলেও এর কর্মকান্ডের সাথে সঞ্জিত কর্মকারের কোন সংম্পৃক্তা নেই। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার বিগত এক সপ্তাহ যাবত চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সনাতন দাশ, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, মাধাইনগর ও বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোয়ারর্দী, মাসুদ রানাসহ উপজেলা আওয়ামীলীগ এবং যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর