সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শিরোপা জিতলেন রায়গঞ্জ প্রমীলা ফুটবল একাদশ। উক্ত ফাইনাল ম্যাচে রায়গঞ্জ প্রমীলা ফুটবল একাদশ বনাম তাড়াশ প্রমীলা ফুটবল একাদশ মুখোমুখি হয়ে ২-১ গোলে রায়গঞ্জ ফুটবল একাদশ বিজয়ী হন।
শনিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় দুলিশ্বর মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন, জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল , দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।
এর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষনা করা হয়।