চলমান যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে তাড়াশের নওগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব-উদ্দিপনা বিরাজ করছে। নওগা ইউনিয়নের মহেষরৌহালী,বিরৌহালী ও পংরৌহালী গ্রাম নিয়ে গঠিত ৩ নং ওয়ার্ড/মুজিব নগর।
আর এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীগণ প্রতিনিয়ত এলাকার বাজারে বাজারে ও মহল্লায় মহল্লায় কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে।
সভাপতি হওয়ার জন্য মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মোঃ আবু জাফর প্রামানিক ও মোঃ আবু হাসেম শেখ এবং সাধারণ সম্পাদক হওয়ার জন্য মোঃ রিপন ফকির, মোঃ সরোয়ার হোসেন ও মোঃ হুমায়ূন কবির প্রতিনিয়ত এলাকার বাজারে বাজারে ও মহল্লার চায়ের দোকানে কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে।
চলতি এ মাসের মধ্যেই এই ওয়ার্ডের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় ও এলাকাবাসী সুত্রে এ সকল তথ্য জানা গেছে।