যমুনা পানি কমতে শুরু করায় তীব্র স্রোতের কারনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণে শুরু হয়েছে আবারও নদী ভাঙন। মঙ্গলবার দুপুরের দিকে মিটুয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয় ও মিটুয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ২১ মিটার উত্তরে নদী ভাঙন দেখা দেয়। এতে মুর্হুতের মধ্যে কয়েকটি বসত ভিটা ও প্রায় ৩৬ মিটার এলাকা বিলীন হয়ে যায়। হুমকির মুখে পড়েছে মহিলা মাদরাসা, হাইস্কুল,প্রাইমারি, বাজার, তাতশিল্পসহ বহু ঘর বাড়ি। ভাঙনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীদের।
জানা যায়, ২০১৫ সালে যমুনার ভাঙনের কারনে মিটুনয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যায়। পরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই মৌজায় মিটুয়ানী উচ্চ ও মিটুয়ানী সরকারী প্রাথমিক বিদ্যলয় স্থাপন করা হয়। তবে যমুনার অব্যাহত ভাঙন যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্কুলের। আবারও ভাঙনের মুখে পড়েছে বিদ্যালয়। তবে এবার একটি নয় দুটি স্কুলই নদী বিলীনের অপেক্ষায় রয়েছে।
মিটুয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, নদী ভাঙনের ভয় যেন আমাদের নিত্য সঙ্গী। বর্তমানে স্কুল থেকে নদীর ভাঙনের দুরত্ব মাত্র ২১ মিটার। স্কুলের উজান এবং ভাটিতে নদী ভিতরে ডুকে গেছে। ভাঙন অব্যাহত থাকলে এবং উজানে দ্রুত টেকশই কাজ পাউবো না করলে আবারও বিলীন হবে দুটি স্কুল। এতে প্রায় ৬শ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানাই।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন জানান, ভাঙনে ৩০ থেকে ৩৫ মিটার এলাকা বিলীন হয়েছে। তবে স্কুল সংলগ্ন ভাটিতে আমাদের জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। উজানে এর আগে টাঙ্গাইল পাউবো কাজ করেছে।