সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনানী চিকিৎসা সেবা চালু

চৌহালী( সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১০:৫০ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইউনানী চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন চৌহালীর সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোংষ্ঠীসহ সব শ্রেণীর মানুষ।
জানা যায়,গত ২১ সেপ্টেম্বর ২০২১ সালে ইউনানী মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ডাঃ মোফাজ্জল হোসেন।
তিনি যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালের ইউনানী বিভাগে ইউনানী চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ভীড় করেছেন।
চিকিৎসা নিতে আসা গোলাপী খাতুন জানান, এই হাসপাতালে ইউনানী বিভাগ চালু হয়েছে শুনে আমি আমার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা ও পায়ের ব্যাথার জন্য ইউনানী চিকিৎসা নিয়ে আসছি। বর্তমানে আমি অনেকটা উপকৃত হয়েছি।
এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, এই হাসপাতালে ইউনানী চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছি।
এ ব্যাপারে ইউনানী মেডিকেল অফিসার ডাঃ মোফাজ্জল হোসেন জানান,পাশ্বপ্রতিক্রিয়া অনেক কম হওয়ায় দিন দিন ইউনানী চিকিৎসার কদর বাড়ছে। আমি আমার সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের জানান, হাসপাতালে ইউনানী বিভাগ চালু সহ চিকিৎসা প্রদান এবং পর্যাপ্ত পরিমাণ ইউনানী ঔষধ সরবরাহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর