সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

ই-পেপার

আব্দুল আলিম হজ্ব কাফেলার ব্যবস্থপনায় সলঙ্গায় হাজী সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ

আব্দুল আলিম হজ্ব কাফেলার উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেলিনা-নুর ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শতশত হাজীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাও: আফসার আলীর সভাপতিত্বে হাজী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সেলিনা-নুর ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতিকুর রহমান। আলহাজ্ব দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার,আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বিএ, আতাউর রহমান,দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন,সলঙ্গার সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল আলিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় হাজী সমাবেশ করায় আমরা খুব আনন্দিত।সেলিনা-নুর ট্রাভেলস্ এর মাধ্যমে আব্দুল আলিম হজ্ব কাফেলা প্রতি বছরই সলঙ্গা এলাকার হজ্ব ও ওমরা গমনেচ্ছুকদের নিয়ে সততা ও নিষ্ঠার সাথে হজ্ব কার্যক্রম সম্পন্ন করে আসছেন। আব্দুল আলিম হজ্ব কাফেলার মাধ্যমে হজ্বে গিয়ে মক্কা-মদীনায় থাকা,খাওয়া সহ সকল কাজে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। হাজীরা বলেন, এটা আমাদের সলঙ্গা তথা সিরাজগঞ্জ জেলার গর্ব। সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত হাজীদের নিয়ে বিশেষ মোনাজাত করেন,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: আব্দুল গফুর। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হাজীদের নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার লোকের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর