“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখেসিরাজগঞ্জের তাঁত শিল্প নগরী ও শিল্পে সাহিত্যে সমৃদ্ধে ভরপুর শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে জাঁকজমক পূর্ণভাবে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।
২৯ শে অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকার সময় শাহজাদপুর থানা চত্বর থেকে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি অতিথি, সুধীমহল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এবং শাহজাদপুর থানা এসে শেষ হয়।
র্যালি পরবর্তী শাহজাদপুর থানা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং শাহজাদপুর থানার সমন্বয় কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারীর সভাপতিত্বে ও শাহজাদপুর থানার কমিউনিটি ও বিট পুলিশিং এর প্রধান মোঃ আব্দুল মজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মোঃ হাসিবুল ইসলাম-অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল, সাদিয়া আফরিন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাদপুর, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ পিপি এ্যাড.আব্দুল হামিদ লাবলু, জনাব নজরুল ইসলাম মৃধা, অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা, মোঃ মামুনুর রশিদ লিয়াকত ভাই চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা পরিষদ, প্রমুখ।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় শাহজাদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।