কিছু কিছু পতনের শব্দ হয় না; নিঃশব্দে ঝরে যায়,
বোটাখসা পাতার পতন গাছ কি কভু শুনে?
আসবে কবে ফাগুনের দিন
গাছটা কেবল গুনে!
কে যে কাকে যাচ্ছে ছেড়ে- কে কী মনে রাখে,
নতুন পাতার উৎসব চলে- গাছের শূন্য শাখে।
নতুন পাতায় নতুন ফুলে গাছের ডালে ডালে
কোকিল এসে গান ধরেছে বসন্তের এই কালে।
ঝরাপাতা হাওয়ায় ওড়ে
ঘূর্ণি বায়ুর ঘূর্ণিঝড়ে
দূরে কোথায় হারায়?
শুকনো পাতায় নুপুর বাজে
আলতা রাঙা পায়।