আমরা শিশু আগামীর-
কর্ণধার এই জাতির।
বাংলাকে গড়ব লাল ও সবুজে রঙিন,
আজ জন্মদিন ,জন্মদিন-
শেখ রাসেলের জন্মদিন।
শেখ রাসেলে আজ তুমি সারা বাংলায়-
লক্ষ শিশুর হৃদয়ের মণিকোঠায়।
তুমি মোদের চেতনা,
এগিয়ে যাওয়ার প্রেরণা-
বাংলাকে বিশ্ব মাঝে করব রে আসীন।
আজ জন্মদিন ,জন্মদিন-
শেখ রাসেলের জন্মদিন।
শেখ রাসেলে তুমি মোদের পথ চলা-
ন্যয়ের পথে নির্ভীক কথা বলা।
তুমি আছো স্বপনে ,
কোটি প্রাণে যতনে-
বাংলার গর্ব হয়ে থাকবে চিরদিন।
আজ জন্মদিন ,জন্মদিন-
শেখ রাসেলের জন্মদিন।
শেখ রাসেল স্নেহ,মায়া,মানবতা-
শক্তি তুমি রুখতে সকল দানবতা।
তোমার ছিলে থাকবে,
এই বাংলা তোমায় রাখবে-
ইতিহাসের অমর পাতায় লিখে চিরদিন।
আজ জন্মদিন ,জন্মদিন-
শেখ রাসেলের জন্মদিন।