স্বাধীনতা তোমার অপেক্ষায় থাকতে থাকতে, হারাতে হলো কতগুলি প্রাণ।
কবে হবে স্বাধীনতা কবে গাইবো জয়বাংলার গান।
এই লাল সবুজের পতাকা মুক্তিযুদ্ধাদের অবদান।
এই স্বাধীনতার আরেক নাম শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা আসার আগেই হারালো অবুঝ শিশুটি তার বাবাকে।
স্বাধীনতা তুমি আসার আগেই খালি হলো কত মায়ের কোল।
স্বাধীনতাকে পিরিয়ে আনতে লাগলো নয়টি মাস।
স্বাধীনতা আসবে বলে বলে ক্ষয় হলো এক সাগর রক্ত।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে দেখতে হলো চোখের সামনে রক্তাক্ত লাশ।
তবুও সেদিন ছিলো মানুষ স্বাধীনতার অপেক্ষায়।
স্বাধীনতার জন্য রাস্তার ওপারে কান্না করলো সাদা কাপড় পড়া এক মহিলা।
স্বাধীনতার জন্য সেদিন জেগে উঠেছিলো ঝাক বাঁধা ছাত্র সেনা।
হে স্বাধীনতা তুমার অপেক্ষায় থাকতে থাকতে মুছে ফেলতে হলো কত নব বধুর সিঁদুর।
স্বাধীনতা আসবে বলেই একটি কুকুর আর্তনাত করলো বাড়ির পিছুতে।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে হারাতে হলো কতো মায়ের ইজ্জত।
সেদিনও মানুষ নামে কিছু অমানুষ বাংঙ্গালি হয়েও বাংলার বিরুদ্ধে যায়।
স্বাধীনতাকে আনার জন্য ঝাপিয়ে পড়ে মুক্তিসেনার দল
সেদিন বাংলার বিরুদ্ধে ছিলো রাজাকারের দল।
তবুও সেদিন গর্জন করে মুক্তিসেনার দল।
অবেশেষে জয় হয়েছে সোনার বাংলার জয়।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে কেউ সেদিন নিরাশ হয়নি।
স্বাধীনতা তোমার অপেক্ষায় থাকতে থাকতে একটি কুকুর বেদনায় আদনাত ছিলো।