সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জের হাটিকুমরুলে অধিগ্রহনকৃত ভূমি ও স্থাপনার ন্যায্য মূল্যের দাবিতে গণ বিক্ষোভ অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তরে ইন্টারচেঞ্জ স্থাপন প্রকল্পে ভূমি ও স্থাপনা মালিকদের ন্যায্য মুল্যের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্ত ভুমি মালিকেরা।

মঙ্গলবার বেলা ১২ টার সময় হাটিকুমরুল গোলচত্বরে শত শত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ-বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়।

প্রতিবাদ সভায় হাটিকুমরুল গোলচত্তরের অধিগ্রহনে ¶তিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি স্থাপনা মালিক স্বার্থ রক্ষা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সাত্তার সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,মিজানুর রহমান বিএসসি,এম এ আল বাকী,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল,সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ আইনের (৯) এর (১) ক ধারা অনুযায়ী ¶তিগ্রস্থ ভূমি ও স্থাপনার মালিকদের সাথে সমন্ময় করে মূল্য প্রদানের দাবি জানান আন্দোলন কারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার নিকট হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বানিজ্যিক ও শিল্প এলাকায় অধিগ্রহনের ন্যায্য মূল্য প্রাপ্তি ও দোকান কর্মচারীদের সঠিক ক্ষতিপূরনের দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর