বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

সাংবাদিকের মা’য়ের ইন্তেকাল : নওয়াপাড়া প্রেসক্লাবসহ সাংবাদিকমহলের শোক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্য্যনির্বাহী কমিটির সদস্য, ইংরেজি দৈনিক নিউ এজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফের মা বেগম হামিদা রহমান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের রেলস্টেশন এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক সাইফ জানান, তার মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সেই কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। বেগম হামিদা রহমান নওয়াপাড়া মৌলভিবাড়ির বাসিন্দা সরকারি স্বাস্থ্য পরিদর্শক মরহুম এসএম আব্দুর রহমানের স্ত্রী। ৩ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার নামাজে জানাজা হবে স্থানীয় তেঁতুলতলা জামে মসজিদে।

 

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি এসএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো: মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম ও আলাউদ্দীন খান হীরাসহ সাংবাদিকবৃন্দ। এদিকে প্রেসক্লাব যশোরের সদস্য সাইফুর রহমান সাইফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।

 

তারা শোকসন্তপ্ত পরিবারের প্র্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর