সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সকাল ১০টায় ১৭ আগস্ট বিএনপি-জামাতের মদদে সারাদেশ ব্যাপী বোমা হামলা ও জঙ্গীবাদের নিন্দা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে উল্লাপাড়া পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি. উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা. উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাসহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ।