সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় জ্বালানি উত্তাপের প্রভাব পড়েছে সবজি বাজারগুলোতে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরদিন থেকেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন কাঁচাবাজার গুলোতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে সবজির দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে ঘুরে দেখা গেছে- কাঁকরোল, করলা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, চিচিংগা ও শসার কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। একই অজুহাতে দুই দিনের ব্যবধানে ব্রয়লারের কেজিতে ৫-১০ টাকা বাড়িয়ে দিয়েছেন মুরগী ব্যবসায়ীরা।
উল্লাপাড়া বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল ৫৫-৬০, করলা ৭০-৮০, বরবটি ৬০-৬৫, কাঁচকলা ৩০-৩৫, আকার ভেদে মিষ্টি কুমড়া ৫০-৬০, গাঁজর ১২০-১৪০, বড়-ছোট হিসেবে লাউ ৬০-৭০, বরবটি ৭০-৭৫, পটোল ৬০-৬৫, টমেটো ১২০ এবং শসা ৭০ টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের দাবি- জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে গেছে। ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে সবজির দামও বেড়েছে। পাইকারি পর্যায়ে প্রায় সব ধরনের সবজির কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে গিয়ে আগের তুলনায় ৮-১০ টাকা বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের । আগামী দু-এক দিনের মধ্যে দাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেক পাইকারী ও খুচরা ব্যবসায়ী।
আজ ১৩ আগষ্ট শনিবার সকালে উপজেলার উল্লাপাড়া বাজার, রেলওয়ে ষ্টেশন বাজার, বালসাবাড়ী বাজার, বোয়ালিয়া বাজার ও সিরাজগঞ্জ রোড সংলগ্ন বাজার সরেজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
উল্লাপাড়া বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. বারেক মিয়া বলেন- পাইকারী বাজারে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় আমরাও বেশি দামে বিক্রি করছি। সরকার ডিজেল-পেট্রল-অকটেনের দাম বাড়িয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে আসা ট্রাকগুলোতে খরচ বেড়েছে। এজন্য সবজির কেজি প্রতি খরচ বেশি পড়ায় দামটাও বেড়েছে।
বোয়ালিয়া কাঁচাবাজারের পাইকারী বিক্রেতা ব্যবসায়ী ফিরোজ আলম বলেন – তেলের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম বাড়তি। এখন যতটা না বেড়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তা আরও বেড়ে যাবে। আজকে ৩৫-৪০ টাকায় কিনতে পারলেও কাল থেকে হয়তো কাঁচকলার হালি কিনতে হবে ৫০ টাকায়।
উপজেলায় দুই দিনের ব্যবধানে মুরগির দামও ছিল ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা প্রতি কেজি ব্রয়লারে ৫ টাকা বাড়িয়ে ১৭০ টাকা বিক্রি করছেন। অথচ তেলের দাম বাড়ানো আগে ব্রয়লার মুরগী বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

রেলওয়ে ষ্টেশন বাজারে সিয়াম মাহমুদ (৩২) পেশায় একজন বে-সরকারী চাকুরিজীবী, বাজার করতে এসে তিনি বলেন- গত কয়েক মাস ধরেই দ্রব্যমূল্যর দাম বেড়েই চলেছে। এখন মনে হয় আরও বাড়বে। আর এভাবে চলা যায় না। বাজারে যে হারে জিনিসপত্রের দাম নিত্যদিনই বাড়ছে সেই অনুযায়ী আমাদের বেতন-ভাতা বাড়ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তিনি।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মাছের বাজারেও পড়েছে। উপজেলায় অবস্থিত শ্যামলীপাড়া মাছের আড়ৎ ঘুরে দেখা যায়- প্রায় সব ধরনের মাছের দামও বাড়তি। সবজি বিক্রেতাদের মতো মাছ ব্যবসায়ীদেরও একই যুক্তি। ট্রাকের ভাড়া বাড়ায় সব ধরনের মাছের কেজিতে অন্তত ১০ টাকা বাড়িয়েছেন তারা। তাদের ভাষ্যমতে- পণ্যপরিবহন খরচ আগের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি বড় রূপচাঁদা বিক্রি হচ্ছে ১ হাজার ১০০, পাবদা ৬০০, রুই মাছ ৩০০-৪৫০, তেলাপিয়া, পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। কাচকি ৭০০, টেংরা ৬০০, পুঁটি ৮০০, গুলসা ৭০০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানান- উল্লাপাড়া উপজেলার মৎস সমিতির সাবেক সভাপতি ব্যবসায়ী রফিকুল ইসলাম ঠান্ডু মিয়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর